ফটিকছড়ি শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া মাদ্‌রাসায় মাহফিল আজ

| বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ফটিকছড়ি জাফতনগরস্থ তেলপারই সৈয়দবাড়ি দরবার ও শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্‌রাসার পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে নূরানী মাহফিল আজ বাদে আছর হতে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সৈয়দবাড়ি দরবারের সৈয়দ ফছিহুদ্দৌলা (মা:জি:)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাটে আঞ্জুমানে আশেকানে মদিনার মাহফিল কাল
পরবর্তী নিবন্ধযানবাহন ও প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার দাবি