ফটিকছড়ি পাইন্দং ইউনিয়ন চৌধুরীপাড়া সড়কটি সংস্কার চাই

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা ভয়াবহভাবে নষ্ট হয়ে আছে। এলাকাবাসীর প্রধান যোগাযোগপথ এই রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি কাদা, পানি ও খানাখন্দে ভরা; সামান্য বৃষ্টি হলেই এটি রূপ নেয় কর্দমাক্ত জলাশয়ে।

প্রতিদিন এই পথে শতাধিক মানুষ স্কুল, বাজার ও কর্মস্থলে যাতায়াত করে। কিন্তু রাস্তাটির এমন দুরবস্থার কারণে পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে স্কুলগামী শিশু, কৃষক ও বয়স্ক মানুষদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বৃষ্টির দিনে কেউ হাঁটতে গেলে কাদায় পা ডুবে যায়, আবার মোটরসাইকেল বা রিকশা চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি। তারা একাধিকবার ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এই রাস্তাটি দ্রুত সংস্কারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে চৌধুরীপাড়ার বাসিন্দারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

মোহাম্মদ আবু সাঈদ

পাইন্দং, ফটিকছড়ি,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধ‘রূপের রানি’
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নারীরা সক্ষম, বুঝতে হবে নিজের শক্তিটা কোথায়