ফটিকছড়ি থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে নগরীর ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকা থেকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর একটি বিশেষ টিম গত বুধবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টায় নগরীর মনছুরাবাদ থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মো. ওসমান (২২) ও কিশোর দে (২০)। গ্রেপ্তারকৃত মো. ওসমান ভূজপুর থানার ইদিলপুর গ্রামের মৃত জাফর আহম্মদ প্রকাশ জাফর বলির ছেলে এবং কিশোর দে একই এলাকার রঞ্জিত দে’র ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে জানান, অপহৃত সপ্তম শ্রেণির ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো ওসমান। ওই ছাত্রীর বাবা প্রবাসী হওয়ায় বিষয়টি তার মা স্থানীয় লোকজনকে জানালে তারা মেয়েটিকে উত্যক্ত করতে নিষেধ করে ওসমানকে সাবধান করে। এ ঘটনায় ওসমান ক্ষিপ্ত হয়ে গত ২৫ মার্চ তার দুই সহযোগী কিশোর ও বিষুকে নিয়ে স্কুলছাত্রীকে তার ঘর থেকে অপহরণ করে। এ ঘটনায় ১ এপ্রিল স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ভূজপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তিনি আরও জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ওসমান ও কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানান র্যাব কর্মকর্তা। গ্রেপ্তারকৃতদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।