‘সুশিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ প্রতিপাদ্যে ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ১০ বছর পূর্তি উৎসব গত ২২ নভেম্বর বিবিরহাটের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ও বার্ষিক পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মঈনুল হাছান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল খালেক। বিশেষ আলোচক ছিলেন দৈনিক খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরো চিফ এস এম ইফতেখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হক চৌধুরী, নারায়ণহাট ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ারুল করিম, ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক এন এম রহমত উল্লাহ, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শহিদুল আজম, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর সুমন, মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রনজিত ভট্টাচার্য মনি, প্রবীণ শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী স্বপন, শিক্ষানুরাগী মোসলেহ উদ্দিন চৌধুরী, অভিভাবক প্রবীর দত্ত ও মোহাম্মদ শাহজাহান।
স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চিফ কো–অর্ডিনেটর এম কামরুল হাসান চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন অধ্যক্ষ মাওলানা আলী আজগর। স্কুলের সিনিয়র শিক্ষক ওমর ফারুক চৌধুরী জেকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ বেলাল উদ্দিন, আবদুল মাবুদ চৌধুরী, শাহাবুল আলম মিনার, আহমদ উল্লাহ তালুকদার, জামাল হোসেন ও মোহাম্মদ তহিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।












