পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ফটিকছড়ি কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের মাঠে সংগঠনের সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরীর সভাপতিত্বে মহালয়া অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বণিকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজল শীল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। উপস্থিত ছিলেন ফটিকছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী প্রাণেবেশ মহাজন। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রামের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাবুল আকতার, প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব। এদিকে ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবীপক্ষের শুভ মহালয়া অনুষ্ঠান গত ১৭ সেপ্টেম্বর ভূজপুর শ্রীশ্রী হরি দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। অতিথি ছিলেন সমাজসেবক বিজয় কৃষ্ণ বৈষ্ণব, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ আরশাদ উদ্দিন জুয়েল, ফাউন্ডেশনের মুখপাত্র এরশাদ হোসেন খোকন, ৪ নম্বর ভূজপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম তালুকদার, ভূজপুর থানার এসআই সুমন চন্দ্র দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন সজল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কেশব কুমার চৌধুরী, অধ্যাপক অমর বিকাশ নন্দী, লক্ষ্মীবিন্দু ধর, অ্যাড. তরুণ কিশোর দে, মুক্তিযোদ্ধা বাবুল কান্তি দেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।