ফটিকছড়ি উপজেলা সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের সম্মেলন

| বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের সম্মেলন গত ১৬ জুলাই বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়। আহমদ আল মামুন সিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সহকারি কমিশনার (ভূমি) এটিএম কামরুল হাসান। উদ্বোধক ছিলেন ফটিকছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা। লিটন কান্তি দে ও সাইফুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি একাডেমিক সুপার ভাইজার আকরাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রতন কান্তি চৌধুরী। আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ ফোরকান উদ্দিন মান্নান, মো. খোরশেদুল আলম, জয়নাল আবেদীন নিউটন, নুর উদ্দিন, শামীমুল হাসান, দিলরুবা কোহিনুর আক্তার, ঝর্না রানী পাল, তাজ উদ্দীন আহমদ, পরিমল নাথ, স্বপন কুমার বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে মানবতার সেবায় দৃষ্টান্ত রেখেছে গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধরাউজান আর আর এ সি ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের শপথ