দেশে আরও দুটি নতুন প্রশাসনিক বিভাগ ও উপজেলা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত বিভাগ দুটি হলো ‘ফরিদপুর’ ও ‘কুমিল্লা’। নতুন বিভাগ গঠনের পাশাপাশি দুটি নতুন উপজেলা তৈরির প্রস্তাবও চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন আরো একটি উপজেলা সৃষ্টি করা হবে। বর্তমানে ফটিকছড়ি উপজেলায় মোট ২টি থানা, ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন রয়েছে এবং মোট জনসংখ্যা রয়েছে প্রায় ৭ লাখ। অন্যদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা ভেঙে ‘বাঙ্গরা উপজেলা’ নামে আরেকটি উপজেলা গঠিত হবে।
আগামী অক্টোবর মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকারের বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি–নিকার বৈঠকে নতুন বিভাগ ও উপজেলা গঠনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।