ফটিকছড়ি উপজেলা আ. লীগের কার্যকরি কমিটির সভা

| শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা গত বৃহস্পতিবার বিকাল ৩টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন মুহুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব চৌধুরী চেয়ারম্যান, নির্বাহী সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, চেয়ারম্যান মো. রুস্তম আলী, আবদুল হালিম, মেয়র মো. ইসমাইল ও মঞ্জুর মোরশেদ ফিরোজ।
বক্তব্য রাখেন চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী, কাজী মাহমুদল হক, খায়রুল বশর, চেয়ারম্যান অহিদুল আলম, আহমেদ কবির দুলাল, চেয়ারম্যান হারুন অর রশিদ ইমন, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী চৌধুরী, মো. সরোয়ার, জহুরুল ইসলাম, তছলিম বিন জহুর, উত্তম কুমার মহাজন, বোরহান আহমেদ, হাজী কাশেম, মো. ইব্রাহীম, এমরান চৌধুরী, আবদুল হামিদ, মাহাবুল আলম, নুরুল ইসলাম, নুরুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতি ও প্রজন্মের স্বার্থে পাহাড় রক্ষা করতে হবে
পরবর্তী নিবন্ধক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্প সম্মিলিত পরিষদের সভা