ফটিকছড়ি সহকারী জজ আদালতের জজ সাহেবের খাস খামরা থেকে কম্পিউটারের সিপিইউ বক্স চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে গতকাল বুধবার ফটিকছড়ি থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ফটিকছড়ি সহকারী জজ আদালতের বিচারকের খাস খামরার গ্রীল কেটে কম্পিউটারের সিপিইউ চুরির বিষয়টি গতকাল সকালে আদালতের কর্মচারীরা আদালতে আসলে তাদের দৃষ্টিগোচর হয়। বিষয়টি তখন জজ মেজবাহ উদ্দিন ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদকে জানান আদালতের নাজির খুদরত ই খোদা। পরে নাজির বাদী হয়ে ফটিকছড়ি থানায় অভিযোগ দাখিল করেন।
ওই কম্পিউটারে আদালতের মামলার রায়-ডিগ্রীসহ গুরুত্বপূর্ণ নথি ছিল। বিশেষ কোনো তথ্য গোপন করতেই এই সিপিইউ চুরি বা সরানোর ঘটনা ঘটিয়েছে বলে জানান তদন্তকারী পুলিশ কর্মকর্তারা।
ফটিকছড়ি থানার উপ পরিদর্শক মো. আজমগীর বলেন, মৌখিক অভিযোগ পেয়ে তদন্ত করেছি। বুধবার আদালতের নাজির লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্দেহজনক সকল বিষয় খতিয়ে দেখা হচ্ছে।












