ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে ফটিকছড়ির ১৪ ইউপি নির্বাচনে ৫৮ চেয়ারম্যান প্রার্থী, ১১০ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী, ৪৫৭ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। জানা গেছে, ১নং বাগান বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রুস্তম আলী, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ডা. মো. মাহাদাত হোসেন সাজু, মো. সাইফুল ইসলাম, কফিল উদ্দিন মাহমুদ, আকতার হোসেন, আলমগীর সরকার।
২নং দাঁতমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জানে আলম, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল আলম, সাংবাদিক আবু মুছা জীবন, জাহেদুল আলম, মাস্টার জয়নাল।
৩নং নারায়ণহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হারুন রশিদ, স্বতন্ত্র প্রার্থী জাসদ নেতা আবু জাফর মাহমুদ সিকদার, মাস্টার রতন কান্তি চৌধুরী, মুহাম্মদ মুছা, খোরশেদুল আলম।
৫নং হারুয়ালছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জুলফিকার আলী ভূট্টো, মো. নাসির উদ্দিন, মো. নুরুল আমিন, ইকবাল বাহার তৌহিদ, শিহাব উদ্দিন।
৬নং পাইন্দং ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহা আলাম সিকদার, স্বতন্ত্র প্রার্থী এ কে এম সরোয়ার হোসেন স্বপন, তসলিম বিন জহুর, শহিদুল্লাহ, ইমাম হোসেন, মো. ইসলাম, লোকমান বিন জাবেদ, ৭নং কাঞ্চন নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. দিদারুল আলম, স্বতন্ত্র প্রার্থী মো. রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, ১০নং সুন্দরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহ নেওয়াজ চৌধুরী, স্বতন্ত্র মো. আলাউদ্দিন চৌধুরী ও মো. শহিদুল আজম, ১৩ নং লেলাং ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, স্বতন্ত্র মো. কুতুব উদ্দিন, ইফতেখার উদ্দিন ও আবুল কালাম আজাদ, ১৫নং রোসাংগীরি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শোয়েব আল সালেহীন, স্বতন্ত্র মো. তারেক নেওয়াজ, ১৬নং বখতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. সোলাইমান বি কম, স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক উল আজম ও মো. রফিকুল ইসলাম,
১৭নং জাফত নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুল হালিম, স্বতন্ত্র প্রার্থী মো. জিয়া উদ্দীন ও মো. এরশাদুল আলম, ১৮নং ধর্মপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কাজী মাহমুদুল হক, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল মনসুর, মো. মোরশেদ, ১৯নং সমিতিরহাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. হারুনুর রশিদ ইমন, স্বতন্ত্র প্রার্থী মো. নাসির চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, মো. হাসান ও মো. আবদুস সবুর, ২০নং আবদুল্লাহপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. অহিদুল আলম, স্বতন্ত্র প্রার্থী এস কে সেলিম ও মো. নাসির উদ্দিন মুহসীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।