ফটিকছড়ির ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেয়ে ১৫ বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বাগান বাজার ইউনিয়নে ডা. মো. শাহাদাত হোসেন সাজু, দাঁতমারা ইউনিয়নে মো. নুরুল আলম ও মাস্টার জয়নাল, নারায়ণহাটে মাস্টার রতন কান্তি চৌধুরী ও খোরশেদুল আলম, পাইন্দং ইউনিয়নে তসলিম বিন জহুর, লেলাং ইউনিয়নে মো. কুতুব উদ্দিন, রোসাংগীরিতে মো. তারেক নেওয়াজ, বখতপুরে মো. ফারুক উল আজম, জাফত নগরে মো. জিয়া উদ্দীন, ধর্মপুরে মো. মোরশেদ, সমিতিরহাট ইউনিয়নে মো. নাসির চৌধুরী ও মো. আবদুস সবুর, আবদুল্লাহপুরে এস কে এম সেলিম ও মো. নাসির উদ্দিন মুহসীন।