ফটিকছড়ির সাফিয়া আর দেশে ফিরবে না

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:২২ অপরাহ্ণ

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ফটিকছড়ির তিন বছর বয়সী শিশু সাফিয়া হোসাইন আয়দা। দুর্ঘটনায় তার মা ফাহমিদা আখতার আহত হন। তবে তিনি আশঙ্কামুক্ত।

বুধবার (২৩ জুলাই) মাস্কাট-সোহার মহাসড়কের মাবেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়দা ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের ডা. ফিরোজের বাড়ির ওমান প্রবাসী ব্যবসায়ী শাহাদাত হোসেন সুমনের একমাত্র কন্যা।

জানা যায়, সাফিয়া তার মা-বাবার সঙ্গে প্রাইভেটকারে করে আমরাত থেকে বারকার পথে রওনা দিয়েছিল। পথে মাবেলা এলাকায় পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। মায়ের কোলেই ছিল ছোট্ট সাফিয়া। ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় সে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সুলতান কাবুজ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই মারা যায় সাফিয়া।

শিশুটির মামা ইকবাল জানান, তার বোনজামাই শাহাদাত হোসেন সুমন অক্ষত রয়েছেন এবং বোন ফাহমিদা আখতার বর্তমানে আশঙ্কামুক্ত। সাফিয়ার মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ওমানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন সুমন। প্রায় এক বছর আগে মায়ের সঙ্গে ছোট্ট সাফিয়া বাবার কাছে ওমানে যায়।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে গ্রেপ্তার ২৫, সক্রিয় ছিনতাই ও চোর চক্র ধরা
পরবর্তী নিবন্ধপানিতে ডুবে মীরসরাইয়ে শিশুর মৃত্যু