ফটিকছড়ির শাহনগর স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষের মৃত্যুর ঘটনায় মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ির শাহনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমকে মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে দাবি করেছেন তার স্ত্রী নাজমা সুলতানা রুবা। এতে সাত জনকে আসামি করা হয়েছে।

তারা হলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরী, সহকারী শিক্ষক মো. মাহবুব আলম, মো. শহীদুল আলম চৌধুরী, মোহাম্মদ নিজাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন চৌধুরী ও সিনিয়র শিক্ষক মো. নুরুল আলম। গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট৪ এর বিচারক মাহমুদুল হক সানির আদালতে মামলাটি দায়ের করা হয়।

জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতসূত্র জানায়, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে অধ্যক্ষ জাহাঙ্গীরকে লাঞ্ছিত করেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ। অধ্যক্ষের সাথে কমিটির সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ডও ফাঁস হয়।

যেখানে বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে ধমকের সুরে কথা বলা এবং দুর্ব্যবহার করতে শোনা যায়। এ দু’টি ঘটনায় মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গত ২৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাবার কিডনিতে ছেলের নতুন জীবন
পরবর্তী নিবন্ধপ্রশাসনের অজান্তেই খাবারের দাম বাড়ালেন ডাইনিং ম্যানেজাররা