ফটিকছড়ির শান্তিরহাটে ৩ দোকান পুড়ে ছাই

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৫৭ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে পুড়েছে তিনটি দোকান। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাত ১টায় আগুন লাগার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়। তারা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।-বাংলানিউজ

আগুন আলাউদ্দিনের ফার্মেসি, ধনার সেলুন ও পেয়ারুলের একটি শোরুম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধনন্দনকাননে অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপরিবারের সঙ্গে ওসি প্রদীপের মোবাইলে কথা বলার আবেদন খারিজ