ফটিকছড়ির দুই ইউনিয়নে ফল

প্রত্যাখ্যান বিএনপির

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৭:৪২ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সুয়াবিল ও নানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে উপজেলা বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে ফটিকছড়ি উপজেলা বিএনপি। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, এ নির্বাচন প্রহসনের নির্বাচন। ফটিকছড়িতে পূর্বপরিকল্পিত নির্বাচন হয়েছে। এ নির্বাচন জাতি মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, এখানে পরিকল্পিত রেজাল্ট ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি বিএনপি এ নির্বাচন প্রত্যাখান করছে।
সুয়াবিলের বিএনপি প্রার্থী ইয়াকুব শহিদ বলেন, আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে।
নানুপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ব্যালট পরিবর্তন করে বাইরের ছাপানো ব্যালট ঢোকানো হয়েছে বাঙে। আমার এলাকায় যা ভোট আমি পাওয়ার কথা তা কীভাবে পরিবর্তন হলো?
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন, এসএম সফিউল আলম, মোশরাফুল আনোয়ার অভি, লোকমান হোসেন, মোজাহের ইকবাল লাভলু, মহিউদ্দিন মেসী ও কেএফ সাইমুন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন আক্রান্ত ৭৬
পরবর্তী নিবন্ধথাপ্পড়ের প্রতিশোধে খুন