শাহ্সূফি মৌলানা সৈয়দ আবু আহমদ মিয়া মুরশিদ মাইজভাণ্ডারীর (রা.) ১৫তম বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল আজ মাইজভাণ্ডার খালেক মঞ্জিলে অনুষ্ঠিত হবে। মাহ্ফিলে মানব জাতির কল্যাণ ও শান্তি কামনায় মুনাজাত করবেন মাইজভাণ্ডার খালেক মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসূফি মৌলানা সৈয়দ আমিনুল ইসলাম আল হাসানী মাইজভাণ্ডারী (ম.জি.আ)। প্রেস বিজ্ঞপ্তি।