ফটিকছড়িতে ৫৩০ পিস অবৈধ কাঠ জব্দ

সেনাবাহিনীর অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের মগকাটা এলাকা থেকে সেগুন ও গামারি গাছের বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। গত বুধবার খিরাম ইউনিয়নের সর্তা খাল মগকাটা সংলগ্ন খাল থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৫৩০ পিস অবৈধ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ আনুমানিক ১ হাজার ৬০ সিএফটি, যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

লক্ষীছড়ি জোনের সার্জেন্ট হালিম জানান, ৩২ ফিল্ড রেজিমেন্ট, হাটহাজারীর টহলরত সেনা সদস্যরা সর্তা খাল দিয়ে অবৈধভাবে কাঠ পাচারের সময় কাঠগুলো আটক করেন। পরবর্তীতে এসব কাঠ সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ চোরাচালানের সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং কিছু অসাধু কাঠ ব্যবসায়ী জড়িত থাকতে পারে।

সর্তা বিট কর্মকর্তা মোহাম্মদ রবিউল হোসেন বলেন, সেনাবাহিনী গতকাল (বুধবার) কাঠগুলো জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা সিজার লিস্ট প্রস্তুতের জন্য কাঠগুলো বিট অফিসে নিয়ে এসেছি। অফিসে এনে লট আকারে সাজিয়ে মাপজোক করা হচ্ছে এবং ঘণফুট নির্ধারণের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় বন বিভাগ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধরাতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কা, বাইক আরোহী যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধফরম পূরণের সর্বোচ্চ ফি ২৪৩৫ টাকা