ফটিকছড়ি পৌরসভায় ৩৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে পৌর কার্যালয়ে মেয়র মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান। প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, উত্তর জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মুক্তিযোদ্ধা সংগঠক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইউসুফ। প্যানেল মেয়র মোহাম্মদ গোলাপ মওলা গোলাপের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, ফটিকছড়ি পৌরসভার সকল কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।