ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের মানিকছড়ি বিলে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকালে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব না হলেও মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত এস্কেভেটরগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, ফটিকছড়ি তহসিল অফিসের নায়েব শাহজাহান সিরাজের মাধ্যমে তিনটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও এস্কেভেটর মালিক এবং মাটি কাটার ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান অব্যাহত থাকবে।












