ফটিকছড়িতে হেফজ সম্পন্নকারী হাফেজদের দস্তারে ফজিলত প্রদান

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার রোসাংগীরির আজিমনগরস্থ উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আবাসিক ভবনে ২০২৫ সালে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সরোয়ার আলমগীর। প্রধান অতিথি বলেন, আজ যারা হাফেজে কুরআন হয়েছে তারা শুধু একটি প্রতিষ্ঠানের গর্ব নয়, সমগ্র উম্মাহর গৌরব। কুরআন হিফজ আল্লাহর বিশেষ নিয়ামত, যার মাধ্যমে তিনি দ্বীনকে সংরক্ষণ করে থাকেন। বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কাছেম, সৈয়দ মোরশেদুল আমিন, হাফেজ মুহাম্মদ এরশাদ, হাফেজ আবুল কালাম। উপস্থিত ছিলেন বলাই কুমার আচার্য্য, কাজী মোহাম্মদ ইউসুফ, মকসুদুর রহমান হাসনু, কাজী নিজাম উদ্দীন, মাস্টার বটন কুমার দে, সৈয়দ সাকলাইন মাহমুদ, ডাক্তার সামিয়ুল করিম, জালাল উদ্দিন, শাফায়াত হোসেন, রাশেদ আলী, হাফেজ মহি উদ্দিন, হাফেজ আবু হানিফ, হাফেজ ইরফানুল ইসলাম প্রমুখ। শেষ পর্বে হেফজ সম্পন্নকারী ১০ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম ফোরকানী।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধমানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে