ফটিকছড়িতে হাসপাতালে প্রসূতির মৃত্যু

উত্তেজিত জনতার ভাঙচুর, পুলিশের লাঠি চার্জ

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সদরের সেবা হাসপাতাল ও মেটারনিটি ক্লিনিকে জান্নাতুল মাওয়া রনি (২২) নামে এক প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। এর জেরে এই হাসপাতালে ব্যাপক ভাংচুর করেছে উত্তেজিত জনতা। রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার জন্য রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানা পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। এদিকে ঘটনার সময় হাসপাতাল ছেড়ে ডাক্তার, নার্স, কর্মকর্তাসহ সবাই পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত জান্নাতুল মাওয়া উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মানিকপুর গ্রামের পুকুর পাড় এলাকার রোমান উদ্দীনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ডেলিভারী করানোর জন্য ঐ রোগীকে ভর্তি করা হয় এ হাসপাতালে। রোগীর স্বামী রোমান উদ্দীন অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে সিজার করানোর জন্য ইনজেকশনের ডাবল ডোজ প্রয়োগ করে মৃত্যুর দিকে টেলে দেয়। এটি হত্যা। আমি এই হত্যার বিচার চাই। এ ব্যাপারে বক্তব্য জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যাপক পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারী গ্রেপ্তারেও অনুমতি লাগবে
পরবর্তী নিবন্ধসেই মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা