ফটিকছড়িতে হাজী বজল আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

ফটিকছড়ির হারুয়ালছড়িতে জীবন শাহ্‌ যুব সংঘ আয়োজিত মরহুম হাজী বজল আহমদ সওদাগর স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রোববার সম্পন্ন হয়েছে। স্থানীয় মঈনুদ্দিন জমিদার বাড়ি সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলায় নাইন স্টারকে হারিয়ে কিং স্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও আমেরিকান প্রবাসী আনোয়ার হোসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর। অনুষ্ঠান উদ্বোধন করেন হারুয়ালছড়ি ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য মামুন উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মনজুর হোসেন। তাজুল ইসলাম করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সমাজসেবক তাজউদ্দিন আহমেদ, ব্যবসায়ী প্রদীপ, হোসেন, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চাঁদপুরে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্রিকেট কমিটি গঠিত