ফটিকছড়ির হারুয়ালছড়িতে জীবন শাহ্ যুব সংঘ আয়োজিত মরহুম হাজী বজল আহমদ সওদাগর স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রোববার সম্পন্ন হয়েছে। স্থানীয় মঈনুদ্দিন জমিদার বাড়ি সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলায় নাইন স্টারকে হারিয়ে কিং স্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও আমেরিকান প্রবাসী আনোয়ার হোসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর। অনুষ্ঠান উদ্বোধন করেন হারুয়ালছড়ি ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য মামুন উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মনজুর হোসেন। তাজুল ইসলাম করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সমাজসেবক তাজউদ্দিন আহমেদ, ব্যবসায়ী প্রদীপ, হোসেন, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।