ফটিকছড়িতে হরতালে সাধারণ মানুষের দুর্ভোগ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ১:৩২ অপরাহ্ণ

হেফাজত ইসলামের ডাকা হরতালে ফটিকছড়ি জুড়ে বেশ কড়াকড়ি লক্ষ্য করা গেছে। পুলিশ ও বিজিবি’র টহলও জোরদার রয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, আজ রবিবার (২৮ মার্চ) ভোর থেকে ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়, ফটিকছড়ি পৌর সদর, কাজিরহাট, হেঁয়াকো, আজাদী বাজার, নানুপুর বাজার, মো. তকিরহাট এলাকায় হরতাল সমর্থকরা দলে দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দেয়। ছোট ছোট বিক্ষোভ মিছিল করে। সড়কের উপর বসে পেপার পড়ে সড়ক অবরোধ করে রাখে তারা।
দুপুর একটায় হেফাজত ইসলামের অন্যতম নেতা ও বাবু নগর মাদ্রাসার মোহতামীম মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরী ফটিকছড়ি সদরে এসে অবরোধকারীদের সমর্থন জানান এবং নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
সরেজমিনে দেখা গেছে, হরতালের কারণে সাধারণ মানুষ বেশ দুর্ভোগে পড়েছে। অনেক সাইকেল, মোটরসাইকেল চালক হেঁটেই পথ পাড়ি দিচ্ছেন। হাট-বাজার থেকে তরিতরকারি নিয়ে বাড়ি ফিরতে মানুষ সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা না পেয়ে চরম দুর্ভোগে পড়েন।
হরতাল সমর্থক মাওলানা ইয়াহিয়া বলেন, “শুক্রবার পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে কওমী মাদ্রাসার নিরীহ ছাত্রদের গুলি করে হত্যা করেছে। তার প্রতিবাদে হেফাজত ইসলামের ডাকে আমরা স্বতস্ফুর্ত হরতাল পালন করছি। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই এবং ইসলামবিরোধী সকল কর্মকাণ্ড বন্ধ চাই।”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, “কোনো ধরনের ঝামেলা নেই। হরতালকারীরা শান্তিপূর্ণ মিছিল করছে। পুলিশ সব স্থানে কড়া নজর রেখেছে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের হরতাল ঠেকাতে আওয়ামী লীগ