দৈনিক মজুরি ১৪৫ টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০০ টাকা করার দাবিতে আবারো আন্দোলনে নেমেছে ফটিকছড়ি উপজেলার রামগড় চা বাগানের চা শ্রমিকরা। আন্দোলনের এক পর্যায়ে তারা ফেনী-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে এ আন্দোলন শুরু করেন রামগড় চা শ্রমিকরা। সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বাগানের ১নং গেইট এলাকায় ফেনী-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন তারা। এ সময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি। পরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি, ভূজপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ফারুকী, বাগান বাজার ইউপি চেয়ারম্যান মো. সাহাদাত হোসেন সাজু উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তাদের অনুরোধে শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে বাগানে অবস্থান নেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে ফের সড়ক অবরোধ ও পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্তে তারা অটল রয়েছেন বলে বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়। রামগড় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড় জানান, চ বাগান মালিকরা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছেন। ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করে আমাদের দয়া দেখাচ্ছেন তারা। কিন্তু আমরা কারো দয়া চাই না। আমরা আমাদের ন্যায্য দাবি চাই। বর্তমান যুগে কোথাও এই মজুরি নেই।











