ফটিকছড়িতে সৎ মা হত্যায় পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সৎ মাকে হত্যার দায়ে মো. বেলাল হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ফটিকছড়ি বাংলাবাজার হেঁয়াকো এলাকার আমিনুর রহমানের ছেলে। গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আবু হান্নানের আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৭ সালে ৭ অক্টোবর ফটিকছড়ি হেয়াঁকো বাংলা পাড়া এলাকায় বেলাল হোসেন তার সৎ মা রহিমা খাতুনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। রক্ষাক্ত অবস্থায় রহিমা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় রহিমা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় রহিমা খাতুনের স্বামী আমিনুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষ করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে ২০০০ সালের ১০ জানুযারি বেলাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। আদালতসূত্র আরো জানায়, এ মামলার সাক্ষী সংখ্যা ২০ জন। এর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্রেন চালকসহ গ্রেপ্তার ৯
পরবর্তী নিবন্ধটিসিবির জন্য কেনা হচ্ছে সোয়া কোটি লিটার সয়াবিন তেল