ফটিকছড়িতে স্বামীর সাথে অভিমান করে মিনু আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
২৭ অক্টোবর (সোমবার) উপজেলার সুন্দরপুর ইউপির ৭নং ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুরে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই গৃহবধূ একই এলাকার সৈয়দ আব্দুল মেয়াজির বাড়ি সিএনজি চালক সৈয়দ মোহাম্মদ ইমরানের স্ত্রী।
জানা যায়- গত ৩-৪ দিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। এ নিয়ে ঘটনার দিনও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বসতঘরের রান্নাঘরে তার ঝুলন্ত লাশ উদ্ধার পাওয়া যায়। তারা ২ মেয়ে এক ছেলে সন্তানের জনক।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমেদ বলেন- স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নিয়ে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।












