ফটিকছড়িতে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ওরশ কাল

শীত উপেক্ষা করে দরবারে আশেক-ভক্তের ঢল

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:১৯ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা গাউসুল আজম হযরত মওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) ১১৭তম বার্ষিক ওরশ শরীফ মহান কাল ১০ মাঘ (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওরশ উপলক্ষে গতকাল রবিবার থেকে তিন দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে। ওরশের প্রধান দিবস উপলক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল ও ভারত, মিয়ানমার, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শনিবার থেকেই ভক্তরা মাইজভাণ্ডার দরবার শরীফে আসতে শুরু করেছেন। ভক্ত আশেকের পদচারণায় মুখর হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ। জিকির, মাইজভাণ্ডারী মারফতি গান, মিলাদ মাহফিলের ধ্বনিতে মুখরিত হচ্ছে পুরো এলাকা। ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগতদের সেবায় দরবার শরীফের বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী প্রতি মুহুর্ত ব্যস্ত রয়েছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। আজ সোমবার সকাল ১০টায় গাউছিয়া আহমদিয়া (শাহ এমদাদীয়া) মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদল হক মাইজভাণ্ডারী (.জি.) এবং বিকাল ৩টায় দরবারেগাউছিয়া আহমদিয়া মনজিলের সাজ্জাদানশীন ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (.জি.), সাজ্জাদানশীন সৈয়দ শহিদুল হক মাইজভাণ্ডারী (মাজিআ), মাইজভাণ্ডার গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাজিাআ), সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী, (.) শাহজাদা মোন্তাজেম সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (মাজিআ) এবং সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (.জি.), মাজার শরীফে গোসল শরীফ ও গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরশের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন। আগামীকাল মঙ্গলবার রাত ১২টায় এবং রাত ১টায় স্বস্ব মঞ্জিলের সাজ্জাদানশীনেদের আখেরী মুনাজাতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হবে। এ উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও ফটিকছড়ি থানা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

শাহ এমদাদীয়ার নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী জানান, গাউছুল আজম মাইজভাণ্ডারীর ওরশে দেশবিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো ভক্তের সুবিধার্থে থাকাখাওয়া, প্রাথমিক চিকিৎসা, নির্বিঘ্নে চলাচলের জন্য লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) জীবনী, শানমান সম্বলিত বিশেষ ক্রোড়পত্র বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের ব্যবস্থা হয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ বলেন, ১০ মাঘ ওরশ উপলক্ষে পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃংখলা রক্ষায় থানা পুলিশর‌্যাবআনসার ও দুই সহস্রাধিক বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআখেরি মোনাজাতে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য দোয়া
পরবর্তী নিবন্ধউন্নয়ন কর্মসূচিতে নারীদের সম্পৃক্ত করেই এগিয়ে যাব : প্রধানমন্ত্রী