ফটিকছড়িতে সাংবাদিকের বাড়িতে চুরি, অর্থ ও ল্যাপটপসহ লুট

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ রাহার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে একদল দুর্বৃত্ত তার ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার সময় সাংবাদিক বিশ্বজিৎ রাহা ব্যক্তিগত কাজে চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। বিশ্বজিৎ রাহা জানান, চোরেরা তার ব্যবহৃত ল্যাপটপ, সার্টিফিকেট, নগদ ১৮ হাজার টাকা, ৫০০৭০০ টাকার কয়েন, আইপিএসএর একটি ব্যাটারি, একটি স্বর্ণের লকেট, কয়েকটি রুপার মুদ্রা এবং তার ব্যক্তিগত পোশাকপরিচ্ছদ চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, চোরেরা শুধু আমার সহায়সম্পদই নেয়নি, দীর্ঘদিনের কাজের স্মৃতিবিজড়িত ল্যাপটপটিও নিয়ে গেছে। সেখানে আমার অসংখ্য গুরুত্বপূর্ণ লেখা ও তথ্য সংরক্ষিত ছিল। এটি আমার নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির ওপর একটি বড় আঘাত। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, তারা আলামত সংগ্রহ করেছেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। এ বিষয়ে বিশ্বজিৎ রাহা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে গল্প আহরণ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধফরাসি ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন ১৯ সেপ্টেম্বর থেকে