চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি সংরক্ষিত বনভূমি জবরদখল ও প্রকল্পের চারা নষ্ট করার অভিযোগে একজনকে আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। আটক ব্যক্তি সামশু উদ্দীন ইলিয়াছ (৫৩) সরকারি বন ও জীবিকা (সুফল) প্রকল্পের প্রায় ৫০০ চারাগাছ কেটে ২ একর জমি চাষাবাদের জন্য প্রস্তুত করছিলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণহাট রেঞ্জের বালুখালী বন এলাকার রামগড়–সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্ট মৌজার সংরক্ষিত বন এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা নবীন কুমার ধর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা বুধবার বিকেল ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে তারা দেখতে পান, কয়েকজন শ্রমিকসহ সামশু উদ্দীন সরকারি ‘সুফল’ প্রকল্পের বাগান এলাকার পাহাড় কেটে জমি তৈরি করছেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও সামশু উদ্দীনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে ১টি কোদাল ও ২টি ঝুড়ি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনের (সংশোধিত ২০০০) ২৬ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।












