ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন হাফেজ রমজান আলী নামে এক ব্যবসায়ী।

২০ নভেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে ভূজপুর ইউপির পশ্চিম ভূজপুরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়- রমজান দীর্ঘদিন দিন কাজিরহাট বাজারে ব্যবসা করার পর রাবার ড্যাম এলাকায় নতুন করে আবার ব্যবসা শুরু করেন। ঘটনার দিন সে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে কয়েকজন মাথায় হেলমেট পরে পশ্চিম ভূজপুর হরিণা এলাকায় ওই ব্যবসায়ীকে পায়ে গুলি করে তার সাথে থাকা সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহত ব্যবসায়ী পশ্চিম ভুজপুর গণি মেম্বার বাড়ির বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য সোহেল মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন- সে মুদি দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করতো। ঘটনার সময় মুখোশধারী সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে তার সাথে থাকা নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হককে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অস্ত্রসহ দুই কিশোর আটক