ফটিকছড়িতে লকডাউন

করোনার প্রকোপ বৃদ্ধি

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৫:২৮ অপরাহ্ণ

ফটিকছড়িতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ উপজেলায় ৮ দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আগামীকাল বুধবার (২৩ জুন) হতে ৩০ জুন ২০২১ পর্যন্ত ফটিকছড়ি উপজেলায় সর্বাত্মক লকডাউন চলবে।
আজ মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফটিকছড়ি উপজেলায় গত এক সপ্তাহে ১৯৬ জন করোনা রোগী চিহ্নিত করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। করোনা রোগী বৃদ্ধির এই হার বাড়তে থাকলেও জনসচেতনতা নেই মোটেও। এনিয়ে সচেতন মহলও উদ্বেগ জানিয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আজ মঙ্গলবার ২২ জুন শনাক্ত হয় ১১ জন, ২১ জুন শনাক্ত হয় ২১ জন, ২০ জুন শনাক্ত হয় ৩০ জন, ১৯ জুন শনাক্ত হয় ১৬ জন।
এভাবে বিগত এক সপ্তাহে শনাক্ত হয়েছে ১৮৫ জন করোনা রোগী। বিগত দুই সপ্তাহ ধরে এখানে করোনা রোগী শনাক্তের হার বৃদ্ধি পেলেও আজ পর্যন্ত ফটিকছড়ি কোভিড হাসপাতালে ভর্তি রোগী ছিল ২৪ জন মাত্র। আর বাকী রোগীরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে করোনা শনাক্তের হার বৃদ্ধি পেলেও হাট-বাজারে, গণ পরিবহনে জনসচেতনতা নেই মোটেও। অধিকাংশ স্থানে লোকজনকে মাস্ক পড়তে দেখা যায় না।
এ ব্যাপারে গত দুই দিন বিভিন্ন স্থানে করোনা সচেতনতা না মানার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ।
তিনি জানান, ১২টি মামলায় সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হযেছে। তিন শতাধিক ব্যাক্তির মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, “দুই সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। সকল রোগীর নিয়মিত খোঁজখবর নেয়া হচ্ছে। তবে মারাত্মক পর্যায়ের কোনো রোগী এখানে নেই। আমরা নিয়মিত জেলা সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বর্ণের বার সহ ১ রোহিঙ্গা গ্রেফতার
পরবর্তী নিবন্ধগাড়ির চেসিস ও স্টিয়ারিংয়ে ২০ হাজার ইয়াবা