ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

দেহে আঘাতের চিহ্ন, পুলিশ হেফাজতে মা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান কাউসার ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে। প্রতিবেশীরা জানান, সকালে কাউসারের মায়ের কান্নার শব্দ শুনে তারা ছুটে এসে ঘরে প্রবেশ করলে বিছানার ওপর তার নিথর দেহ দেখতে পান। মরদেহের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ ছিল বলে জানান তারা। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেননিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১০ লেনে ব্যয় ধরা হলো ৬২ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধসেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি