ফটিকছড়িতে যুবককে ১ মাসের কারাদণ্ড, দুই জিপ জব্দ

অবৈধ বালু উত্তোলন

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় সুয়াবিল ব্রাহ্মণহাট সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

অভিযানে পূর্ব ফরহাদাবাদের মৃত নুর আলমের পুত্র মো. নাছির উদ্দীনকে (২৮) অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২টি জিপ গাড়ি জব্দ করা হয়। অভিযানে নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও তার টিম এবং উদালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে প্রকৌশল বিভাগের শিক্ষকদের নিয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উঠান বৈঠক