শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১০নং জাফত নগর শাখার উদ্যোগে গত শুক্রবার ফটিকছড়ি জাহানপুর কাজিম উদ্দিন মুন্সি বাড়ী জামে মসজিদে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ১৭নং জাফত নগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দীন জিয়া। মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দীন কামালী ও মাওলানা মুহাম্মদ হোসাইন। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ফোরকান মিয়া। পরিশেষে দেশ–জাতির উন্নতি–অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ–কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।