ফটিকছড়িতে মাওলানা মোহাম্মদ হোছাইন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্প্রতি অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩য় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

কেন্দ্র প্রধান ছিলেন মাস্টার মোহাম্মদ শহীদুল আলম। হল সুপারের দায়িত্ব পালন করেন মাস্টার মোহাম্মদ নুরুল আবছার ও মাস্টার মিনহাজ। ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যাপক এনএম রহমত উল্লাহ, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সুপার মাওলানা মোহাম্মদ শামসুদ্দীন, সমাজসেবক মো. বেলাল উদ্দিন, মনসুর রাজা চৌধুরী, সিরাজুল হক ও রাসেল চৌধুরী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধহাদি হত্যার বিচার দাবিতে চাকসুর বিক্ষোভ