চট্টগ্রামের ফটিকছড়ি-২ আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ র্যালি করেছে উপজেলাটির তৃণমূল নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে সমিতির হাট বাজার প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা প্রয়োজন। তারা এ সময় উপজেলা বিএনপি’র আহবায়ক কর্ণেল (অব.) আজিমুল্লাহ বাহারকে আসনটির উপযুক্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
নেতাকর্মীরা আরো জানান, দীর্ঘদিন ধরে ফটিকছড়িতে তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে দলকে সংগঠিত করেছেন কর্ণেল (অব.) আজিমুল্লাহ বাহার। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসনামলে বহু হামলা মামলা ও নিপীড়নের স্বীকার হয়েছেন তিনি।তাই তৃণমূলের মতামতকে সম্মান জানিয়ে তাঁর পক্ষেই মনোনয়ন নিশ্চিত করা উচিত বলে তারা দাবি করেন।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ শেষে একটি র্যালি বাজার এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।












