ফটিকছড়িতে ভুয়া গোয়েন্দা গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে এক ভুয়া গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাকারিয়া ফারুকী জকু ওরফে মানিক (৪৭) নামক ব্যক্তিকে নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়। সে রাউজানের উত্তর সর্তা গ্রামের আকবর শাহ বাড়ির মৃত রুহুল আমিনের পুত্র।
সূত্র জানায়, শনিবার বিকালে ওই ব্যক্তি এনএসআইয়ের গোয়েন্দা পরিচয়ে মাদ্রাসার বাৎসরিক আর্থিক নিরীক্ষার কাগজপত্র দেখতে চান। তখন তার কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। তার কাছ থেকে গোয়েন্দা পুলিশের ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ। এর আগে নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতেও একই কায়দায় বাৎসরিক আয়ের নিরিক্ষার কাগজপত্র দেখাতে বলে এই ব্যক্তি। তখন মাদ্রাসায় অনিয়ম হচ্ছে দাবি করে তিনি দশ হাজার টাকা দাবি করেন। পরে তাকে এক হাজার টাকা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
ফটিকছড়ি থানার উপ পরিদর্শক আজমগীর বলেন, আমরা খবর পেয়ে গোয়েন্দা পুলিশ দাবিদার ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে সাত মাস পর দুই আসামি আটক
পরবর্তী নিবন্ধ২০ সেকেন্ডেই চুরি মোটরসাইকেল