আগামী ১১ ডিসেম্বর থেকে চারদিনব্যাপী ফটিকছড়িতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়াবেন স্বাস্থ্য সহকারীরা।
গত ৫ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাবিল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর হোসেন, ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামস উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।








