ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার-বিনাজুরী সড়কের ভাঙা অংশ মেরামত করার উদ্যোগ গ্রহণ করেছেন ফটিকছড়ি উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য সাদাত আনোয়ার সাদী। দীর্ঘদিন ধরে সড়কটির দরবার শরীফের গেইট সংলগ্ন এলাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটির কার্পেটিং উঠে গিয়ে সেখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, খানা খন্দে ভরে গেছে পুরো সড়ক। এ সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সড়কটির অস্তিত্ব হারিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছে। এই সড়কটি নিজ অর্থায়নের সংস্কার করেছেন সাদাত আনোয়ার সাদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, সমাজসেবায় উনার মত সবাই এগিয়ে এলে অনেক সমস্যার সমাধান হয়। এ সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।