ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুরে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার রাতে পুলিশ সন্দেহজনকভাবে ৩ জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ২ জনকে ছেড়ে দিলেও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম রমজান আলী। তিনি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট এবং রাবার ড্যাম এলাকায় ব্যবসা করেন। রমজান আলী পশ্চিম ভূজপুর গণি মেম্বার বাড়ির বাসিন্দা।

জানা যায়, রমজান দীর্ঘদিন দিন কাজিরহাট বাজারে ব্যবসা করার পর রাবার ড্যাম এলাকায় নতুন করে আবার ব্যবসা শুরু করেন। ঘটনার দিন তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে কয়েকজন মাথায় হেলমেট পরে এসে পূর্ব ভূজপুর হরিণা এলাকায় ওই ব্যবসায়ীকে পায়ে গুলি করে তার সাথে থাকা সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি মাহাবুবুল হক বলেন, ভূজপুরের মতো এলাকায় গুলি করে ছিনতাইয়ের ঘটনা অকল্পনীয়। আমরা আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছি। এ ব্যাপারে আহত রমজান আলীর পিতা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় নিহত ২০
পরবর্তী নিবন্ধআইআইইউসি টেক ফেস্টের বর্ণাঢ্য উদ্বোধন