ফটিকছড়িতে বেপরোয়া জিপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি (জিপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শাকিল (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাকিল উপজেলার ২১ নম্বর খিরাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিন তালুকদারের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হান জানান, দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরু সড়কে এসব চাঁদের গাড়ি (জিপ) অতিরিক্ত গতিতে চলাচল করে। অধিকাংশ চালক অদক্ষ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত এসব যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ দুইজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগ, বিএনপি প্রার্থীর অস্বীকার