ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বারোমাসিয়া চা বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলামের তদারকিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোমাসিয়া চা বাগান এলাকায় তল্লাশি চালায়।
অভিযানকালে রাত আনুমানিক ২টার দিকে বারোমাসিয়া চা বাগান টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পেছনে বাগানের গভীর জঙ্গলের ভেতর দুটি পরিত্যক্ত বস্তা দেখতে পায় পুলিশ। পরে বস্তা দুটি তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় মোট ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।












