ফটিকছড়িতে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপক্ষে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত রোববার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান। তিনি বলেন, গেলো ইউপি নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ জন্য তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। তিনি বলেন, নির্বাচনে যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। এদের ব্যাপারে জেলা এবং কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে অবহিত করে বহিস্কারের আবেদন করা হচ্ছে। যাতে তারা আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যাবহার করে আর কোনোদিন দলের ক্ষতি করতে না পারে।
গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব চৌধুরী, মেয়র ইছমাইল হোসেন, আবদুল কাইয়ুম চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, আহমদ কবির দুলাল, আমান উল্লাহ চৌধুরী লিটন, সরোযার চৌধুরী। ওই কমিটি সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককেও সেখানে অন্তর্ভুক্ত করে তদন্ত করার নির্দেশও দেয় হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান আব্দুল হালিম, মো. শাহনেওয়াজ চৌধুরী, মো. আলী চৌধুরী, ইব্রাহিম সবুজ, বোরহান আহমেদ, আবুল কাশেম, লোকমান হোসেন প্রমুখ।