ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. তানজি (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানজি সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ বাপ্পির ছেলে। তবে দীর্ঘদিন ধরে ফটিকছড়ি পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল পরিবারটি।

জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভাড়া বাসায় টিনের ছাদে শুকানো মরিচ নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তানজি। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তানজি।

পূর্ববর্তী নিবন্ধচমেকে ইন্টারনাল মেডিসিন ডে
পরবর্তী নিবন্ধপতেঙ্গা থানা যুবদলের ফ্রি চিকিৎসা ক্যাম্প