ফটিকছড়ির নাজিরহাটে বহুতল ভবনে কাজ করতে গিয়ে মোহাম্মদ হাসেম (৫০) নামে এক সেনিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নাজিরহাট পৌরসভার আনসার ভবনে এ ঘটনা ঘটে। হাসেম নাজিরহাট পৌরসভার কুতুব শাহ বাড়ির মৃত আব্দুল জব্বারের ছেলে। জানা গেছে, সকাল থেকে নিহত হাসেম আনসার ভবনে পাইপ ফিল্টারের কাজ করছিলো। পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে এক লোক তাকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে দেখা যায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ওই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ এখন থানায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।