ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৯ মে, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওয়াহিদুজ্জামান তানবির (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।

রোববার (৮ মে) ২১নং খিরাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তানবির ওই এলাকার ছিদ্দিক মাস্টার বাড়ীর তৌহিদুজ্জামানের পুত্র৷

জানা যায়, রোববার তানবির পুরাতন ঘরে ফ্যান লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার বাবা মসজিদ হতে নামাজ পড়ে বাড়ীর আঙ্গিনায় প্রবেশ করলে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসালয়ে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।

পূর্ববর্তী নিবন্ধমাকে নিয়ে ফাহমিদা নবীর নতুন গান
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেটের ১ম সেমিফাইনাল আজ