ফটিকছড়িতে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভার চৌমুহনী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এক যুবককে ধাওয়া করে যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। এ সময় ঝগড়া থামানোর একপর্যায়ে উপস্থিত শাকিল নামে এক যুবকের কোমরে সন্দেহজনক বস্তু দেখা গেলে তল্লাশির চেষ্টা করে পুলিশ। তখন শাকিল দৌড়ে পালিয়ে যায়। তাকে চৌমুহনী বাজার এলাকায় ধাওয়া করে আটক করার চেষ্টা করা হলেও তার সহযোগীদের ধস্তাধস্তির মধ্যে সুযোগে পালিয়ে যায়। তবে এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ শাকিলের বাড়িতে অভিযান চালালেও সবাই পালিয়ে যায়। এ বিষয়ে ওসি বলেন, বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে
পরবর্তী নিবন্ধগণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে