ফটিকছড়ির বিবিরহাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ছিনতাইয়ের সাথে জড়িত ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছে থেকে ১টি বিদেশি রিভলবারসহ ৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় ফটিকছড়ি থানার বিবিরহাটে খাগড়াছড়ি ১ নম্বর রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বিবিরহাটের দরুম এলাকার জেবল হোসেনের ছেলে মোহসিনুল করিম ইরফান (২০), হরিণাদিঘী বড় ছিলোনিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম জিহান (২৩), দৌলতপুর এলাকার মো. জসিমের ছেলে শাওন (১৮) এবং আমান বাজার গ্রামের আব্দুর রহিমের ছেলে মঈনুল হাসান হারেছ (১৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ১ নম্বর রাস্তার পাশে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ২টি মোটরসাইকেল যোগে পালাবার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ফটিকছড়ি থানায় আসামি মোহসিনুল করিম ইরফানের বিরুদ্ধে ২টি ও আব্দুর রহিম জিহানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আটককৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।