ফটিকছড়িতে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার এমপি মনোনয়ন না পাওয়ায় তার কর্মী–সমর্থকেরা চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক দীর্ঘ প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাস্তায় টায়ার এবং কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় নেতাকর্মীরা খণ্ড খণ্ড হয়ে বসে এবং দাঁড়িয়ে মিছিল করতে থাকেন। পরে সন্ধ্যায় নাজিরহাট ঝংকার মোড়েও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেন বাহারপন্থিরা। ফলে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, কর্নেল আজিম উল্লাহ বাহার দলের ত্যাগী নেতা, তাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দিয়েছে যা আমরা মানতে পারছি না। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে কর্নেল আজিম উল্লাহ বাহার বলেন, তাদের বিক্ষোভ বা অবরোধের ব্যাপারে আমার কিছু জানা নেই। এটি নেতাকর্মীদের আবেগের বহিঃপ্রকাশ।
এ বিষয়ে চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনের মনোনয়নপ্রাপ্ত সরওয়ার আলমগীর বলেন, আমরা সবাই দলের মনোনয়নের ব্যাপারে আগে থেকেই ওয়াদাবদ্ধ ছিলাম। ফটিকছড়িতে বিএনপির পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।












