চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনা করে কর্নেল (অব.) আজিম উল্লাহ্ বাহারকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে দক্ষিণ ফটিকছড়ি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নানুপুর বাজারে এক মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম–সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ, উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, তসলিমা আক্তার মনি, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন সরোয়ার হোসেন, জাহেদ, নাজিম উদ্দিন, মো. হারুন, মো. আনোয়ার, সরোয়ার, আবুল কাশেম, জসিম, মাওলানা নুরুল আলম নুরু, জামাল উদ্দিন, আরফানুল করিম সুমন, বেলাল উদ্দিন, নাসির সিকদার, কামাল উদ্দিন, গাজী মোরশেদ, হামিদুল্লাহ্, সিজারুল ইসলাম, রিজভী হাসান, সুমন, আজম, মনির, মামুন খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা, মেধা, চিন্তাশীলতা, দক্ষতা, বিচক্ষণতা, সাহসিকতায় সমৃদ্ধ যোগ্যতানির্ভর জাতীয় সংসদ গঠন অপরিহার্য। রাষ্ট্র কাঠামো মেরামতের পূর্বশর্ত–যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে দলকে জিতিয়ে সরকার গঠনের পথে অগ্রসর হওয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে যোগ্যতার বিচারে দলের প্রতীক ধানের শীষ সংকটে পতিত হবে। তাই শীর্ষ নেতৃত্বের প্রাথমিক সিদ্ধান্তকে আমরা অবিবেচনাপ্রসূত মনে করি। ফটিকছড়িতে দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হলে ২০১৮ সালের বৈরী নির্বাচনে দল মনোনীত লড়াকু প্রার্থী, যিনি চট্টগ্রামে ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভোটের রেকর্ড গড়েছিলেন এবং পরবর্তী সময় থেকে অদ্যবদি নিরবিচ্ছিন্নভাবে দলকে তৃণমূল পর্যায়ে সু–সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করে গড়ে তুলেছেন; একজন শিক্ষিত, মেধাবী, সফল চৌকস সেনা কর্মকর্তা হিসেবে সংসদে রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম কর্নেল (অব.) আজিম উল্লাহ্ বাহার ফটিকছড়ির শ্রেণীপেশা নির্বিশেষে মানুষের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং দলের স্বার্থে আজিম উল্লাহ্ বাহারের ত্যাগসহ সার্বিক বিবেচনায় তৃণমূল মনে করে তিনি দলীয় মনোনয়নের যোগ্য দাবিদার।












